ভ্রমণ ডেস্ক:: লকডাউনের শুরু থেকেই বন্ধ রেল পরিষেবা। কিছু স্পেশ্যাল ট্রেন চললেও বন্ধ অধিকাংশ লোকাল, এক্সপ্রেস। উৎসবের মরসুমে দু একটি দূরপাল্লার ট্রেন চললেও রয়েছে হাজারো বিধিনিষেধ। আগ্র মতো টিকিট কাটলেই আর ট্রেনে ওঠা যায় না। আগে থেকে আসন সংরক্ষিত রাখতে হয়। এছাড়াও ট্রেন ছাড়ার ৪৫ মিনিট আগে পৌঁছতে হয় স্টেশনে। এতো গেল দূরপাল্লার ট্রেনের গল্প। বহু মানুষ আছেন যাঁরা নিত্য ট্রেনেই আসা যাওয়া করেন। এই লকডাউনে ট্রেন বন্ধ থাকায় তাঁরা সকলেই বিপাকে পড়েছেন।
সাধারণ মানুষের কথা মাথায় রেখে রোজ সকালে ও বিকেলে কিছু লোকাল ট্রেন চালানোর জন্য ভাবনা আগেই নিয়েছিল রাজ্য সরকার। শনিবার রেল কর্তৃপক্ষকে এই মর্মে রাজ্য চিঠিও দিয়েছিল। অবশেষে সোমবার বিকেলে নবান্নে বৈঠকে বসে প্রাথমিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ। সেই বৈঠকে আপাতত সিদ্ধান্ত হয়েছে, মোট যে পরিমাণ লোকাল ট্রেন চলে রাজ্যে, তার এক চতুর্থাংশ দিয়ে ফের পরিষেবা শুরু হতে চলেছে। ১০-১৫% লোকাল ট্রেন দিয়ে পরিষেবা চালু করে ধীরেধীরে তা বাড়ানো হবে। কালীপুজোর পর চালানো হতে পারে ২৫% লোকাল ট্রেন। ঠিক কবে থেকে লোকাল ট্রেন চালু হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৫ নভেম্বর। ওই দিনও বৈঠক হবে দু’তরফের। তবে, মেট্রোর মতো ই পাসের ব্যবস্থা করা হবে না বলেই প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।
আর তাই ট্রেনে চড়ার আগে যে যে বিষয় মাথায় রাখবেন
আপডেট রাখুন- রেলের তরফে প্রতি মুহূর্তের যে আপডেট দেওয়া হয় তা নজরে রাখুন। এছাড়াও সব যাত্রীদের ফোনে আগে থেকেই এসএমএসের মাধিযমে অ্যালার্ট দেওয়া হচ্ছে। সেসবও খেয়াল রাখুন।